অধ্যক্ষের বাণী

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত স্বনাম ধন্য ‘সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ’ কে নির্বাচিত করায় শিক্ষার্থীদের স্বাগতম এবং সম্মানিত অভিবাবকদের ধন্যবাদ। গুণগত ও উপকারী শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীকে সৎ, যোগ্য, নীতিবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলাই এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ব্রত। এই লক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নে সদা নিয়োজিত আছেন একদল, অভিজ্ঞ, দক্ষ, মেধাবী ও সৃজনশীল আদর্শ শিক্ষক।